কষ্টটা কি জানা হল না
- পলক রহমান।


কেন জানি ঝড় দেখতে বড্ড ইচ্ছে হল আজ। ঝড় বইতে শুরু করলে মনে হল প্রচন্ড ঝড় হোক এখন। একটা আকাশ ভাঙা ঝড় দেখি। তাই জানালা খুলে সাথেই দাঁড়ালাম। তবে দৃষ্টি কেমন আনমনা। মনে একটা ঝড় আগে থেকেই বইছিল বলেই হয়ত এমন।


ভালবাসলে অনেক কিছুই সংক্রমক হয়। তাইত তুমি কাঁদলে কান্না আসে, তুমি হাসলে হাসতে ইচ্ছে করে। তোমার মন খারাপ হলে অকারণে মনটাও খারাপ হয়ে যায়। হতে পারে গত রাতে তোমার মনে যে কষ্টের ঝড় বয়ে গেছে সে জন্যই হয়ত আজ ঝড় দেখতে ইচ্ছে হচ্ছিল।


জানি, আজ প্রকৃতিতে যে ঝড় বইছে তোমার মনে যে কষ্টের ঝড় তার সাথে এর তুলনা করাই বৃথা। যতই বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ুক, গাছের ডালপালা ভাংগুক কিংবা ঘরের চাল, কিন্তু মন ভাঙা ঝড় যে কি উপড়িয়ে নেয় বা ভেঙে দেয় তা কেবল ইশ্বর জানে আর জানে ভুক্তভোগী।


তবু সংক্রমন থেকেই এখন যেমন কবিতাকে ভালোবাসি, গান ভালোবাসি, চাঁদনী রাত ভালোবাসি, আদায় রঙ চা ভালোবাসি, রাত জাগতে ভালোবাসি তেমনি আজ ঝড়কেও ভালোবাসতে ইচ্ছে হচ্ছিল। তোমার মনে কষ্টের ঝড় বইছে শুনে। কিন্তু কষ্টটা কি জানা হল না।


০৪ এপ্রিল, ২০২১।