আধুনিক গান
কথাঃ পলক রহমান


আমি আকাশকে বলে দিয়েছি
আমার চোখের জল শুকিয়ে গেলে
সে যেন শিশির হয়ে ঝরে।
আমি রাতকে বলে দিয়েছি
আমার চোখের জল লুকিয়ে কি হবে
সুখ যদি আমায় পর করে ।।


ভোরের সূর্য আগামি স্বপ্নের হাত ধরে চলবেই,
রাতের আকাশে চাঁদ ভালোবাসার কথা বলবেই।
তবু দিনকে বলে দিয়েছি
কষ্টরা হারায় যেন আলোর পথ ধরে।।


পাহাড় যতই ঘুমাক আকাশে হেলান দিয়ে,
মৌসুমী মন তবু বাতাসের আলাপনে যায় হারিয়ে।


ঝরনার জল নদীর পথ ধরে সাগরের সাথে মিলবেই,
জোয়ার ভাটার টানে মিলনের সব গান সে গাইবেই।
তবু সাগরকে বলে দিয়েছি
নোনা জলে যেন চোখ দুটি আর না ভরে।।


২১ ডিসেম্বর, ২০২০।