ঘুমে হয়ত এখনও তুই,
আমি ঘুমকে ছেড়েছি প্রত্যুষে,
হয়ত অনেক স্বপ্নের ভিড়েও
আমাকেই খুঁজে  বেড়াবি শেষে।


কত পথ ঘাট কত গ্রাম
একে একে পেরিয়ে যাই প্রতিদিন,
তখন তুই হয়ত দাঁড়ায়ে জানালায়
মেঘ বৃষ্টি রোদে দৃষ্টি মলিন।


আমি ভাবি পথ
তুই ভাবিস বিপদ।
আমি ভাবি অফিস
তুই কত কি ভাবিস!


তবু সকাল দিয়েই শুরু হয় দিন
আবার অপেক্ষা শেষে আসে রাত,
জীবনও যে এক মরণেরই অপেক্ষা
চলতে চলতে তা শেষ হবেই নির্ঘাত।

১১ সেপ্টেম্বর  ২০১৯।