আচ্ছা প্রেমে পড়লে কি চিরুনি অথবা লিপস্টিকের খুব অভাব
হয়? তখন কি অন্যের চেয়ে নিজের প্রতি নিজেরই দৃষ্টিবোধ হয়
প্রখর? তাইত নিজেকে বার বার চেহারায় স্বাভাবিক আবহ আনার
জন্য ভেতরে ভেতরে থাকে  অস্থিরতা।


আচ্ছা প্রেমে পড়লে কি রাস্তা ঘাট লম্বা হয়ে যায়? এ কারনেই কি
অভিসারের নির্জন আলাভোলা বাঁশ ঝাড় অথবা পার্কের বেঞ্চি
নিঃসঙ্গতায় পড়ে থেকে দীর্ঘক্ষন? তখন মনে হয় ঘড়ির কাঁটার দম
বোধ করি ফুরিয়ে গেছে। চোখের নাটা ঘন ঘন ৩৬০ ডিগ্রী ঘুরে
এলেও চোখের নাটা যেন আর ঘুরে না।


আচ্ছা প্রেমে পড়লে কি বিকেল অথবা রাত্রি খুব ছোট হয়ে যায়?
আঁধার আলোতেও কি মনে হয় জ্যাতস্নার অবগাহন? বিকেলের
সূর্য এই আলো, এই রাংগা আকাশ তো এই সন্ধ্যা নিয়ে টুপ করে  
সীমান্তে যায় ডুবে। অথবা গল্প না ফুরোতেই কামনার রাত ভাসে
ভোরের আলোয়।


আমি বার বার প্রেমে পড়ছি, তবুও একটা চিরুনি অথবা লিপিস্টিকের
অভাব ঘুঁচাতে পারলাম না,
আমি বার বার প্রেমে পড়ছি, অথচ আজও প্রতিক্ষার অভিসারে
নিঃসঙ্গতার কষ্ট  দূরে ঠেলতে পারলাম না,
আমি বার বার প্রেমে পড়ছি , অথচ বিকেল বেলার অভিসারী গল্প
কিংবা রাতের আরব্য উপন্যাস আর কবিতা আজও শেষ করতে
পারলাম না। তাই আমি বার বার প্রেমে পড়ি, বার বার প্রেমে পড়ছি,  
আমি তোমার জন্য বার বার প্রেমে পড়তে চাই!  


১৬ মার্চ, ২০১৯।