প্রেমের রকমফের
-পলক রহমান।


(ছন্দ বদ্ধঃ ক,খখ,ক)


প্রেমে পড়লে তো এমনই হয়।


তার মুখচ্ছবি থাকে চারিপাশে দৃষ্টির সকল অবয়বে,  
তার ওষ্ঠ ভরা হাসি থাকে সকল সৃষ্টির ফুটন্ত বাগানে,
তার গাল ভরা কথা থাকে প্রকৃতির সব শব্দের গহীনে।
তার চলাচল থাকে যেন ছন্দময় সকল গতিশীল পর্বে।  


প্রেমে পড়লে তো এমনই হয়।


মনে কি থাকে তখন দূর চন্দ্র পাড়ে এখন রাত কি দিন?
মনে কি পড়ে তখন বহতা নদীর জলে জোয়ার কি ভাটা?
মনে কি পড়ে তখন কামনার দরোজায় এখন খিল আঁটা?
মনে কি পড়ে তখন নাওয়া খাওয়া কতটুকু স্বাধীন।!  


প্রেমে পড়লে তো এমনই হয়।


শরীর উপেক্ষা করে মনে বাসা বাঁধে  সকল অসুখ,
রাতকে দিন মনে হয় কখনও শুধু দিনকে মনে হয় রাত,
কোন ওষুধ কাজ করে না, ভাবনার শিশি থাকে কাত।
একই দিকে ভাবনারা গড়ায় দেখে সবখানে একই মুখ।


প্রেমে পড়লে তো এমনই হয়।


বদনাম কলঙ্ক আর মানুষের মন্দ কথায় থাকে না লাজ,
নিজের কাছে নিজের যুক্তিতে নিজেকে করে নির্দোষ,
কোনটা ঠিক কোনটা বেঠিক কারও সাথে নেই আপোষ।
কি করে কাছে আসা যায় প্রেম পড়ে যেন একটিই কাজ।


প্রেমে পড়লে তো এমনই হয়।


নিজের প্রেম যেন স্বিকৃতি পায়, থাকে নিরলস এক চেষ্টা,
কিভাবে নিজের পায়ে দাঁড়িয়ে সত্য প্রেমকে করব জয়,
কেউ যেন না বলে বখে যাওয়া প্রেমিকের হয়েছে অবক্ষয়!
নিজেকে সব কাজে মেলে ধরতে থাকে অবিচল নিষ্ঠা।  


প্রেমে পড়লে তো এমনই হয়, এমনই হতে হয়।