দেখছি আকাশ খান খান হয়ে যাচ্ছে
তবু তার আড়ালেই হাসছে যেন চাঁদ,
দেখি তারারাও ঝরে ঝরে পড়ছে
দিনের আলোতে দেখছি অন্ধকার রাত।


পায়ের তলে মাটি ফাঁক হয়ে যাচ্ছে
তবু আমি দাঁড়িয়ে আছি যেন ঠাঁয়,
বনভূমি আগুনে পুড়ে পুড়ে যাচ্ছে
সবুজ তবু হাতছানিতে ডাকছে আমায়।


সাগরগুলো জল শুণ্য হয়ে যাচ্ছে আজ
তবুও দূরে দেখছি জাহাজের মাস্তূল,
একি জীবনের মরুপ্রান্তে কৃষ্ণ প্রহেলিকা
নাকি ঘোর সত্য, নাকি এক চরম ভুল।


পরিবর্তন মানেই তো শেষ থেকে শুরু
ধ্বংসস্তূপ থেকে উঠে দাঁড়ানো অঙ্গুর,
শেষ সম্বলটুকু নিয়ে ডাকছে যে হাত
মহিরুহু হয়ে উপেক্ষা করুক সব ভঙ্গুর।


০৬ মার্চ, ২০২১।