এই মন আজ কি যেন লিখতে চায়
ভাবনায় আসে আবার যায় তা হারিয়ে,
প্রথম কিছুর অনেক আবেদন থাকে
জানি না প্রথমটি হয় কি শেষ না মাড়িয়ে!


এই যে প্রথম দেখা, প্রথম প্রেম
সূর্য ডোবা প্রতিক্ষিত প্রথম অভিসার,
কত প্রথম শুরু, প্রথম সলজ্জ চুম্বন
প্রথম আদর নেয়া প্রেমময় কবিতার।


শেষ নিয়ে কেউ কি ভাবে শেষটায়
শেষের মধ্যে যেন বেদনা থাকে বিরহের,
তাই বাঁচার মধ্যে মৃত্যুকে মনে পড়ে
এ যেন রাত্রির গল্প কেবল রিক্ত নিরিহের।


অথচ আজ সূর্য ডোবা বছরের শেষ দিন
সূর্য উঠা শেষ দিন বলা হল কই?
নতুন সূর্য যেন থাকে নতুনের অপেক্ষায়
পুরাতনের অনুশোচনায় আমরা কি রই?


পুরাতন গত হয় বলেই তো আসে নতুন
কিছু শেষ হলেই তো শুরু হয় প্রথম,
আজ বছরের শেষ দিন ৩১শে ডিসেম্বর
শেষ কবিতায় ধরেছি সাহসের কলম।


এমন একটা কিছু লিখবে বলেই মন আজ
সারা দিন ছিল কি না শেষ নিয়ে অস্থির,
শেষ হোক কুড়িরা আসুক কুড়ি-একুশ
আগামী স্বপ্নময় দিন ভালোলাগা স্বস্তির।


৩১ ডিসেম্বর, ২০২০।