প্রতিদিন তো ভোর হয়, ভাংগে
আঁধারের ভ্রুকুটি,
তাই বলে প্রতিদিন স্বচ্ছ আলোয়
শিশির কি খায় লুটোপুটি?


প্রজাপতির পাখায় ভেসে ভেসে
আসে মেঘ মৌসুমি,
ভোরের আকাশে সে মেঘ দেখে
দুবাহু বাড়ায় শুষ্ক ভূমি।


প্রতিদিন তো জল গড়ায় নদীতে
ভাটিতে উড়ে গাংচিল,
প্রতিদিন কি জোয়ার ভাটা হয়
চাঁদ কি থাকে ঝিল্‌মিল্‌?


কত স্বপ্ন নিয়ে বুক বাঁধে বাসা
কত স্বপ্ন হয় উধাও,
তবুও আশায় আশায় বাঁচতে হয়
কত চাওয়া হয় না শুধাও।


প্রতিদিন তো কত অভিমান জমে
ভুলে যাই কত প্রতিশ্রুতি,
তবুও অনেক কথার শেষ কথা
না ভাংগে যেন খাস পিরিতি।