শোক
- পলক রহমান।


একটা সকাল চেপে রাখি বালিশে
এর পর গায়ে চড়াই দিন,
কি হবে আর মন খারাপের নালিশে
জীবন কি আর সত্যিই স্বাধীন!


তাইত পেটের ধান্দাতে হোই বাহির
ঘামের শরীর গন্ধ লুকায় কাজে,
স্বপ্নগুলো হোঁচট খেয়ে চায় না হতে জাহির
রাত নামে ভাবনা ঘেরা সাঁঝে।


একটা নদী আগের থেকেই ঘুমায় বুকে
মেঘের ডাকে ডুবতে চায় বানে,
কি হবে আর পথ চেয়ে মরলে ধুকে ধুকে
আমি জানি আর সে শুধু জানে।


তবুও চাঁদের হাটেই হয় জোয়ার ভাটা
অমাবস্যার আঁধার ধরি চোখে,
ঘুমের সাথে সখ্যতাতে পড়ছে সময় কাটা
রাত্রি মরছে অন্ধকারের শোকে।


০৬ ডিসেম্বর, ২০১৮।