পরিযায়ী শীত তার উষ্ণ পালক খসে খসে
এসে নেমেছে এবার লাল সবুজের বাড়ি বাড়ি,
তাইত শীত বাড়ছে, ঝরছে কুয়াশা বৃষ্টি
রোদহীন সূর্য যেন ঘাম মুছে কম্বল দিয়েছে মুড়ি।


এবার শীতে শাঁখের শৈত প্রবাহ আছে
আছে হাঁটু ভাংগা মাথায় দাঁত খটখটানি বাতাস,  
ধোঁয়াটে কুয়াশা চাদরে একটুও ওম নেই  
তবু সেই  কুয়াসা চাদরই ঢেকে আছে  চারিপাশ।


খড়কুটো পোড়া আগুনের জিহ্বায়
উত্তাপ নেই, শুধু আছে যেন পোড়ানোর আক্রোশ,
এ সফরে আর কত বস্তি পোড়াবে শীত
কে জানে তা চলবে কত দিন, আর কতটা ক্রোশ।    


তবুও হাতে হাত রেখে এসো বাঁচি সবাই
ভুলে গেলে চলবে কি মানুষের জন্যই বাঁচে মানুষ,
যে জাতি বুলেটের সামনে করেনি ভয়
বেয়াড়া শীত কতটুকু কাড়বে তার বিবেকের হুঁশ?    


কুয়াশার আড়ালে সূর্য হাসবেই একদিন
উত্তর মেরুর উষ্ণঝড় শীত ফুঁড়ে নামবে জনপদে,
সমঝোতা কেবল একত্রে এক হোয়ে ওঠা
এ ভাবেই ভাংগা গড়ায় সমাজ তৈরি হয় আপদে।    


২১ ডিসেম্বর, ২০১৯।