জীবনের কিছু ব্যক্ত অব্যক্ত মুহূর্ত থাকে
যা স্মৃতির দোলনায় আমৃত্যু করে খেলা,
তোমার মন নিয়ে মনের মধ্যে যে শিহরণ
তা অন্তরে খিল মেরেও যায় না ভোলা।


এই যে এত কাছে আসা এত ভালবাসা
কত কথা কত গান আর কাব্য নিয়ে ভাবা,
তারপরও বেলা শেষে তো আলো নিভেই
স্মৃতি নিয়ে মনের সাথে ভাবনারা হয় বিধবা।


তবুও যে বেঁচে থাকল তাকে তো চলতে হয়
জীবনের চলা যে সময়ের সাথে করে সন্ধি,
তার কাছেই তখন বিগত স্মৃতিরা করে ভিড়
যে চলে গেছে তার সাথে নাই কোন ফন্দি।


অতলে বিস্মৃতির চোখে জল শুকিয়ে মরে
বাস্তবে তবু বাঁচতে চেয়ে খুঁজে কোন সংগী,
প্রেমহীনা কে বাঁচতে চায় কিংবা মরতে
এ যে জীবনের গোলক ধাঁধাঁয় মস্ত চৌরঙ্গী।


জীবন হারালেও তবু বেঁচে থাকে ভালবাসা
তাই খড়কুটো ধরে বাঁচতে চায় বাঁচা জীবন,
অভিমানে যতই পুড়ুক খাঁ খাঁ করা হৃদয়
নিভৃতে গড়ায় প্রেম সেখানে যে হয় আপন।    


১৬ মে, ২০১৯।