ভাইরাস থেকে এবার যদি বেঁচে যাই
সাধ্যি নেই কারও আমাকে রুখে,
এক চোখের পলকের জন্যও না,
মরা নদী হয়ে শুয়ে থাকব তোমার বুকে।


তোমার চোখের তারায় দৃষ্টি নয় শুধু -
ভালোবাসার পেছন থেকে উঁকি দেয় শাসন,
সেও আমাকে আটকাতে পারবে না
তোমার আঁচল তলেই পাতব আমার আসন।


লোকের দুষ্ট কথায় পাড়ার তেমাথায় তখন
চায়ের স্টল ঘিরে থাকবে কত্তোনা গুঞ্জন,
প্রকৃত বন্ধু চেনা যাবে তখন তোমার নেশায়
ঘুর ঘুর করে বাগিয়েছে কারা মনোরঞ্জন।


কিচ্ছু পরিচিত আপনজনেরা থাকবেই
যারা তিল কে তাল বানাবে নইলে গল্প জমে?
সে নিয়ে গোপনে চোখের জলে সাগর ধরেছি
পবিত্র হতেও সুজোগ দেয়নি আবে যমযমে।


এবার আর শুনব না কিছু কাজের বায়না
কিছু গুরুত্বপূর্ণ কাজ থাকেই মৃত্যুর আগেও,
তাই বলে কি শুধু কোজাগরী চাঁদ করব আশা
এখন সব মাসের চাঁদই চাই এমন কি মাঘেও।


এবার আমি ফিরবই শুধু তোমাকে পেতে
সামনে পেছনে কে আছে কি আছে অনিশ্চিত!
ওরা ওদের কাজ নিয়ে ব্যস্ত হয়ে থাক তাতে
ন্যানো সেকেন্ডও নয় আর থাক দূরে কদাচিৎ।


৩০ মে, ২০২১।