হায়রে অতিথি সময়
নিঃশ্বাসটুকুই বাতাসে খাক ধাক্কা,
এ যে বড়ই অজ্ঞাত
কে কখন কোথায় পাব অক্কা।


দিন ক্ষন সময় নিয়ে
এই যে এত কল্পনা এত আয়োজন,
চন্দ্র সূর্য হোকনা বড়
বৃত্তের জন্য একটি বিন্দুই প্রয়োজন।


সব ফুল কি ফল হয়
অথবা সব রোদ কি পৌঁছে ধরার বুকে,
সব তারাই কি খসে আকাশে
কিছু প্রান তো থাকে তারা হয়ে সুখে।


এ এক উসিলা ইহজগতে
এখানে একত্র হয়েও হয় ছাড়াছাড়ি,
তাই উৎসবই হোক উন্মূখতা
থাকনা পড়ে দিন তারিখের বাড়াবাড়ি।


২১ শে নভেম্বর, ২০১৯।