কতটুকু শিশির চুম্ দিয়ে গেলে
আমের মুকুল পুষ্ট হয় ফলে,
কতটুকু রাত ঘুম দিয়ে গেলে
শিউলি ঝরে পড়ে গাছ তলে।


ফাগুন কতটুকু সময় দিলে
চৈত্রের দাহতেও ভাসে বসন্ত,
পৌষের বাতাস কতটুকু ঝড়ো হলে
মাঘের কুয়াসা বৃষ্টি হয় পয়মন্ত।


কতটুকু তাপ সূর্য দিতে পারলে
চাঁদ ফিরে আসে অমাবস্যা শেষে,
কতটুকু টান কর্য করলে পূর্ণিমা
জোয়ার ভাটায় সাগর উঠে ফুঁসে।


বর্ষায় কতটুকু জল পেলে
সবুজের দেখা পায় মরুভূমি,
আর কতটুকু ভালোবাসা দিলে
ভালোবাস আমাকে বলতে তুমি।


১১ মার্চ, ২০২১।