এ সাগরে জল পাবে না বিদ্যাতে ভরপুর
কোমলবৃত্তি অনেক আছে দয়ার সমুদ্দুর।
এ সাগরে শৌর্য আছে বীর্যও কম নয়
যোগ্য জবাব দিতে তিনি সর্বদা নির্ভয়।


এ সাগরে আগুন আছে কলুষ করে নাশ
সমাজটাকে ভালো করার চিন্তা বারোমাস।
এ সাগরে হৃদয় আছে দানের দিকে মন
যথা সাধ্য অর্থ দিয়ে দুঃখ নিরসন।


এ সাগরে আলস্য নাই দিবারাত্র কাজ
দেশে তৈরি কাপড় জুতো কেবল অঙ্গসাজ।
বালবিধবার দুখমোচনে চেষ্টা নিরন্তর
দুর্বিষহ জীবন দেখে ব্যথিত অন্তর।


এমন মানুষ যায় না দেখা ভগবতীর দান
এ সাগরের স্বচ্ছ জলে অবগাহন স্নান।
অতল সাগর বিদ্যাসাগর পথপ্রদর্শক
প্রাতঃস্মরণীয় ইনি আদর্শ শিক্ষক।


শ্রীচরণে জানাই প্রণাম দিয়ে শ্বেত কমল
দুশো  বছর পূর্তিতেও দীপ্তি সমুজ্জ্বল।