.      অরুণ তরুণ যেন টাইফুন
             অজিত কুমার কর


অরুণ তরুণ             যেন টাইফুন
           দেহে টগবগ রক্ত,
কত জোর গা'য় আরো বেশি পা'য়
           জননীর বড় ভক্ত।


কী পারে না ওরা ছোটে যেন ঘোড়া
         বাতাসে ভাসে সে ছন্দ,
অসীম সাহস             সদা অনলস
           যত থাক খানা খন্দ।


বাধার পাহাড়           ভেঙে চুরমার
           পূরণ করে সে লক্ষ্য,
হলেও খাড়াই           চালায় লড়াই
           ও' কাজে বড়ই দক্ষ।


সুভাষ যতীন       বি-বা-দী রা তিন
           ওরাই দেশের গর্ব,
আদর্শ বীর              ভাঙে জিঞ্জির
            গোরার গর্ব খর্ব।


অরি তাড়িয়েছি      স্বাধীন হয়েছি
         তবুও অধরা শান্তি,
নেতার আকাল       মানুষ নাকাল
        নীতি প্রণয়নে ভ্রান্তি।


® অজিত কুমার কর