আবেগময় একুশ
অজিত কুমার কর


ফেব্রুয়ারির একুশ এলেই
মনটা যেন কেমন করে
মানসপটে ভেসে ওঠে
আমার ভাইয়ের রক্ত ঝরে।


ভাষা মাকে শ্রদ্ধা করি
যেমন করি জননীকে
তাঁর অপমান সইবো নাকো
রইবো য’দিন ধরায় টিকে।


সেদিন ছিল আটই ফাল্গুন
সেটাই ক’জন মনে রাখে
পলাশ শিমুল যায়নি ভুলে
ফাগুন এলেই আবির মাখে।


সারা জীবন আমরা সবাই
বাংলা চর্চা করতে পারি
এমন ভাষা দ্বিতীয় নাই
বাংলা ছন্দ মিষ্টি ভারী।


প্রস্ফুটিত চারটি কুসুম
রফিক সালাম অগ্নিশিখা
সফির জব্বার দেদীপ্যমান
স্বর্ণাক্ষরে রইবে লিখা।


ফাগুন এলে ওরাও ফোটে
আমরা ওদের স্মরণ করি
এপার-ওপার সেতুবন্ধন
বাংলাভাষা জীবনতরি।