কী বারতা দিতে চাও দ্রুত তাহা করো
বিলম্ব সহে না আদৌ প্রতীক্ষায় সখা
পাতার আড়ালে দেখ বসে চখিচখা
আমিও ফিরিব ঘরে তুমি মাছ ধরো।
বৈশাখের রুদ্ররূপ ছোঁড়ে অগ্নিবাণ
বারি বিনে হাহাকার চরম দুর্দশা
প্রখর মধ্যাহ্ন-রোদে নয়নে তমসা
শুষ্ক বুক শুষ্ক মুখ ওষ্ঠাগত প্রাণ।


বাস্তবের মুখোমুখি বড় দুঃসময়
কেবল বৃষ্টির ছাট কাটাবে যাতনা
অযাচিত বাক্যালাপ এবারে থাম-না।
খেজুরে গল্প করার এ নহে সময়
ভ্রমণবিলাসী তুমি আছে দুটি ডানা
উন্মুক্ত সকল দ্বার নেই কোনো মানা।