*****************************
ভোর আকাশে কী কথা কয় চুপিসারে শুক ও শারি
অভিসারে আসছে রোজই সংগোপনে বংশীধারী।
             কাজলরেখা কে দেয় এঁকে
              কটির দোলন এঁকেবেঁকে
              ওড়না দিয়ে মুখটি ঢেকে
সবার চোখে ঘুম জড়িয়ে রুমুর ঝুমুর মনপিয়ারি।


  হারায় ওদের অমল হাসি নবীন ঊষার আগমনে
লুকিয়ে গেল নীল আকাশে নিরিবিলি কোন কাননে।
                যেমন লজ্জাবতী লতা
             আড়ালে রয় নেইকো কথা
             নীরব প্রেমে কীসের ব্যথা
ফিরবে আবার শেষ প্রহরে সালংকারা গগনচারী।
******************************