দরাজ বসন্ত ঋতু মেলেছে সম্ভার
আননে কাননে খুশি মধুপ গুঞ্জন
পলাশের রঙে রাঙা বঙ্গের অঙ্গন
স্নেহময়ী প্রকৃতির শ্রেষ্ঠ উপহার।
কোকিলার কুহু কুহু পিউ পাপিয়ার
কৃষ্ণচূড়ার শাখায় উতলা খঞ্জন
কে করেছে চুরি তাঁর বেহিসেবি মন
বাতাসেই এলো ভেসে শুভ সমাচার।


লেগেছে জোয়ার প্রাণে তরঙ্গ উচ্ছল
সতত প্রবহমান তটিনী অরূপ
মিলনের মধুক্ষণ স্রোতে ভেসে যায়।
অঙ্গরাগে সুশোভিত হৃদশতদল
সুগন্ধ বিলিয়ে যায় দরদিয়া ধূপ
কিছু ছাই পড়ে থাকে আমারে ভাবায়।