আজ দিলে না ডাক
অজিত কুমার কর


তোমার ডাকেই বুঝতে পারি এবার তবে ভোর
শোনামাত্র শয্যা ছাড়ি দিগন্ত নয় লাল
ফাগুন মাসে কী মনোরম মিষ্টি প্রাতঃকাল
আর তো ফিরে পাবো না হায় শৈশব-কৈশোর।


ভোরের পাখি কিচির-মিচির ছাড়বে এবার নীড়
শুধুমাত্র রাতের জন্য বাসার প্রয়োজন
সারাটা দিন খাদ্যের খোঁজ অবাধ বিচরণ
খালে বিলে ফুলবাগিচায় ওরা জমায় ভিড়।


আজকে কেন ডাক দিলে না কী হল তোমার
যথারীতি ঘুম ভাঙেনি প্রভাত নিরুদ্দেশ
কী দুর্দশা এখন আমার  উঠি তৎক্ষণাৎ
এই বিলম্বে ত্রুটি তোমার, করবে অস্বীকার?


ফুড়ুত করে উড়ে গেলে দিলে না উত্তর
বনের পাখি আস্থাভজন হয় না ওদের ভুল
কোকিল ডাকে কুহু কুহু শিস দেয় বুলবুল
উঠোন-পাশে কনকচাঁপার শাখায় ওদের ঘর।


পাখির সাথে মিতালি তাই আমার আশৈশব
ওদের জন্য খাবার রাখি আর এক পাত্রে জল
কাঠবিড়ালী তৃষ্ণা মেটায় সর্বদা চঞ্চল
দারুণ ভালো লাগে আমার ওদের কলরব।


© অজিত কুমার কর