আজীবন শুধু লিখে যেতে চাই
অজিত কুমার কর

অবসর-পরে লিখতে শিখেছি
হাজার পাঁচেক কবিতা লিখেছি
বিদ্রুপবাণে বিদ্ধ হয়েছি হয়নি লেখনি স্তব্ধ।
নানান ছন্দে পারদর্শিতা
এমন লিখলে হয় না কবিতা
অত্যাধুনিক কবিরা করেছে তপ্ত বাক্যে দগ্ধ।
কত কবিতার বুঝি না অর্থ
বারবার পড়ি, তবুও ব্যর্থ
বলতে শুনেছি অজ্ঞানতায় এ জ্ঞান হয়নি লব্ধ।

এটুকু বুঝেছি কীভাবে লিখলে দোলে পাঠকের চিত্ত
ধ্রুপদী ভাষার বর্ণমালাতে
রসসিঞ্চন করি রোজ তাতে
আখরের পাশে আখর বসিয়ে লিখে যাই আমি নিত্য।
কী লিখেছি আমি বারবার পড়ি
টিকটিক করে ছুটে চলে ঘড়ি
ঠিক আছে সব মন সায় দিলে নটরাজ করে নৃত্য।

ওরা কবি নয় ওরা ছড়াকার
জ্ঞান নাই যার করছে বিচার
গুরুত্বহীন অমন কথায় স্থির থাকি নিজ লক্ষ্যে,
যতদিন বাঁচি লিখে যেতে চাই
এমন আশিস যেন আমি পাই
তারকার দেশে নয় তুমি মা গো রয়েছ আমার বক্ষে।
স্বপ্নের মাঝে এসে দেখা দাও
ঘুমপাড়ানিয়া সেই গান গাও
শিয়রে রয়েছো পাখা হাতে বসে দেখি তো রাতে সচক্ষে।

© অজিত কুমার কর