প্রেম আছে, আছে ভালোবাসা
তাই আজও জাগে মনে আশা।
   বিক্ষিপ্ত অশুভ কিছু
        ঘটে চলে পৃথিবীতে
              ক্ষণতরে অবরুদ্ধ ভাষা।


জগতে কাককে কে না চেনে
বাসা বাঁধে আবর্জনা এনে।
   জড়ায় পাখনা তারে
        কষ্ট ভোগ তিনদিন
             সহমর্মী মুক্ত করে টেনে।


চেষ্টার ছিল না ত্রুটি তার
ছটফটানি, নিষ্ফল চিৎকার।
   বিধাতা দিয়েছে প্রাণ
       রক্ষাকর্তাও তো তিনি
            অবশেষে তিনিই করেন পার।


এমন ঘটনা অহরহ কত ঘটে
চোখের আড়ালে, অতি তুচ্ছ বটে !
    কে তার হিসাব রাখে
         তবু নাড়া দেয় মনে
              রানা-র, গিরীশভবনের সন্নিকটে।


এ যাত্রায় কাক প্রাণ ফিরে পায়
ডানা মেলে নভে উড়ে যায়।
    দেখে মনে হয়
        মানুষ হারায়নি মানবিক মুখ
             এখনও সাহায্য পায় অসহায়।