বিশ্বজুড়ে হুলুস্থুলু নতুন বছর আসবে বলে
স্বপ্ন দেখার এইতো শুরু পুরোনো যায় অস্তাচলে।
ভারতমাতার উপগ্রহ ঘুরছে যে যার কক্ষপথে
এ অবদান ঊনিশ সালের বাস্তবতার স্বর্ণরথে।


রাত বারোটায় বর্ষবরণ একসাথে নয় সব এলাকায়
কত রকম আতশবাজি রাঙবে আকাশ আলোকমালায়।
রকমারি খাবার-দাবার সারাটা রাত কাটবে জেগে
শীত তাড়াতে অগ্নিশিখা ঠান্ডা বাতাস বইলে বেগে।


বিশ্ব হতে দারিদ্র্য-দ্বেষ, হিংসা-বিভেদ হটুক দূরে।
এই কামনা আমজনতার ভুবন ভরুক রবির সুরে।
সম্প্রতিভাব জাগুক চিতে ধ্বনিত হোক সাম্য গীতি
সবার প্রিয় ভূমন্ডলে আগ্রাসনের ঘটুক ইতি।


সূর্য ওঠে সূর্য ডোবে উদয় দিয়ে দিনের শুরু
চরিত্র হোক নিষ্কলঙ্ক, যেমন বিবেক নানক গুরু।
কত বছর আসবে যাবে রঙিন করার দায় আমাদের
সম্মিলিত সবার চেষ্টা মান বাড়াবে মহান দেশের।