আকাশ কেন নীল


আকাশের গা কেমন করে হল অমন নীল?
প্রশ্ন করে বাজপাখিকে উড়ন্ত এক চিল।
মাছ ধরে খাস সাগর থেকে সত্যি কিনা বল
জবাব জানার কথা তোরই নীলাভ ওর জল।


তোর ক্ষমতা সবার জানা দুরন্ত তোর ছোঁ
দু'পায়ে তোর ধারাল নখ পালাবার নেই জো।
ওসব খবর মাছের জানা জলে ওদের বাস
খাবার আগে শুধাস ওকে যদি সুযোগ পাস।


আমার নিবাস জলের নীচে সেথায় অন্ধকার
সাগরের জল নীল না সবুজ জানা বিষম ভার।
ওদের কথা শুনতে পেল ফেরার পথে বক
বলছি আমি শোনো সবাই করো না বকবক।


আকাশ সাগর রং পেয়েছে সূর্য জোগানদার
সূর্য যখন রং ঢালে না জগৎ অন্ধকার।
ঠিক বলেছ শাবাশ শাবাশ কত তোমার জ্ঞান
আমরা জানি নিষ্ঠা তোমার ধৈর্য ধরে ধ্যান।
---
#অজিত কুমার কর