আকাশ, তোরে কে রাঙাল


কোথা থেকে পেল আকাশ এমন গাঢ় লাল
নদীর জলও উঠলো রেঙে দেখে মন মাতাল।
কোথাও কোনো মালিন্য নাই গা'য় মাখি রোদ্দুর
স্বর্গ যেন হাতের মুঠোয় শেফালি ঝুরঝুর।


বলাকার গা'য় রং লেগেছে নিপুণ তুলির টান
মনক্যামেরায় রাখি ধরে রইবে তা অম্লান।
ক্রমে ক্রমে হচ্ছে ফিকে অস্থায়ী সম্পদ
চিত্রী খোঁজে প্রশস্ত পট আকাশ-সাগর-নদ।


সূর্য যখন নামল নীচে হারিয়ে গেল রং
দূরে কোথায় উঠল বেজে মন্দিরে ঢং ঢং।
একটি-দুটি ফুটছে তারা আলোক খুবই ক্ষীণ
কত আলোকবর্ষ দূরে লাগে অনেক দিন।


ভিন্ন ভিন্ন ওদের আকাশ দেখার উপায় নাই
কল্পনাতে রাঙাই এ মন ওতেই তৃপ্তি পাই।
রং না হলে জীবন মিছে কি বা মূল্য তাঁর
বিষাদ ভোলায় আনন্দ দেয় পূর্ণতা আমার।


@আজিত কুমার কর