আকাশে চাঁদ মাটিতে চাঁদ
অজিত কুমার কর


আকাশে চাঁদ মা'র কোলে চাঁদ
নেই কোনও তফাৎ,
ওদের দেখে ভুলতে পারি
দুঃখ তৎক্ষণাৎ।


চাঁদের হাসি বাঁধনহারা
ছলকে ওঠে জল,
মা'কে কাছে পেলেই শিশু
খুশিতে উচ্ছল।


ঘুমপাড়ানি মাসিপিসি
হারিয়ে গেছে হায়!
চাঁদ দেখিয়ে বলে না আর
খুকুর কাছে আয়।


গাছের ডালে আটকে গেছে
নড়ছে না তো চাঁদ!
বলোনা মা অমন করে
কে পেতেছে ফাঁদ?


ডোবায় যখন হাবুডুবু
ঝাকুনি দেয় জোর,
ভিজে গেল চাঁদের দেহ
জ্বর হবে-না ওর?