*অরুণ আলো    মুছায় কালো
      শিশির ওঠে ঝলকে
সোহাগ ঢেলে।      নয়ন মেলে
      কমল বেলি কলকে।


উঠোন ’পরে       পড়ছে ঝরে
        সুবাস ভরা শিউলি
সকালবেলা         মা একেলা
       বাটছে শিলে বিউলি।


হিমের পরশ        চিত্তে হরষ
      আলোর বেণু বাজবে
চায় না অতো       সাধ্যমতো
        রংবেরঙে সাজবে।


দুগগা মা গো    এবার জাগো
       আমরা কৃপার পাত্র
ক’রবো বোধন  ক’রবে নিধন
       এটুক চাওয়া মাত্র।