দীপের আলোয় ভরুক ভুবন আতশবাজি আদৌ নয়
জীবজগতের ক্ষতি প্রচুর ঘটবে দারুণ বিপর্যয়।
আমরা সকল জগৎ-বাসী  না যদি হই আন্তরিক
যতই থাকুক আইনকানুন বুঝি সবাই কোনটা ঠিক।


শিশু-কিশোর-বয়স্করা শিউরে ওঠে বারংবার
অসুস্থদের করুণ দশা প্রাণটা বুঝি যায় এবার।
জেগেও যদি ভান করে রই ভাঙাবে কে এমন ঘুম
রাস্তাঘাটে যখনতখন ফাটবে বাজি দুড়ুম দুম।


এগিয়ে আসুন আমজনতা আমরা এবার শপথ নিই
‘জ্বালাবো না আতশবাজি’ একটুখানি স্বস্তি দিই।
জাগবে বিবেক এটাই আশা বন্ধ হবে এমন কাজ
বইবে আলোর ঝরনাধারা শান্তি পাবে এই সমাজ।


পরিবেশকে রক্ষা করা এটাই এখন সবার দায়
সচেতন যে হতেই হবে ধরিত্রী মা এটাই চায়।
বাঁচবে মানুষ বাঁচবে প্রাণী হরিৎ রবে এই ভুবন
শান্তিপূর্ণ সহাবস্থান বিশ্বজুড়ে চাই এখন।