আরতি-কবিতা-গীতা আদুরে সবিতা
আমার স্নেহের বোন সন্ধ্যারানি-সীতা।
ফুলের কলিকা যেন শোভা মনোহর
সুরভি ছড়ায় কত মমতা আদর।
শৈশব কৈশোর শেষ অতীত যৌবন
সময় রয় না থেমে এটাই জীবন।
সংসার সন্তান নিয়ে চরম ব্যস্ততা
জীবনের চালচিত্র পল্লবিত লতা।


উঁকি মারে কত স্মৃতি মনের দর্পনে
এখনো সজীব কত ভাবি ক্ষণে ক্ষণে।
হাসি-কান্না-ব্যথা আছে আছে ভালোবাসা
স্মৃতির সুরভি মেখে জেগে ওঠে আশা।
ফুলে ফুলে সুশোভিত সবার সংসার
খুশির ফোয়ারা ওঠে হৃদয়ে আমার।