.     আমার হিজল আমার বকুল
             অজিত কুমার কর


  সমীরণ এনে দিল হিজলের মিঠে বাস
              পুলকিত হল মন
               গুনগুন গুঞ্জন
   তরুতলে বর্ণালি অনুপম প্রতিভাস।


বকুলের সখী ও'যে কলিকার কী বাহার!
           আমাকে মাতিয়ে রাখে
            দোল খায় তরুশাখে
গোলাপের মতো রং প্রকৃতির মণিহার।


যখন পুকুরে পড়ে ভেসে রয় এই ফুল
            রঙিন গালিচা পাতা
           আশপাশে বাঁশপাতা
মাছেরা আমার মতো ভেবে ভেবে কি আকুল?


  হিজলের মালা গাঁথা ছোটোদের বড় কাজ
             কাঁসি বা বাটিতে করে
              প্রতিদিন উঠে ভোরে
  ফুলগুলো কুড়াতাম মনে পড়ে খুব আজ।


কার মালা কত বড় প্রতিযোগী  ভাই-বোন
              সুতো দুটো অসমান
               তাই নিয়ে অভিমান
'কাল তোকে বড় দেব কাঁদিস না বোন, শোন'।