আমার জন্মদিন
অজিত কুমার কর


সকাল থেকেই নাচছি আমি তাধিন-তাধিন তাধিন-ধিন
কত বেলুন নতুন পোশাক আজ যে আমার জন্মদিন!
রান্নাঘরে বানাচ্ছে মা গুড়ের মিষ্টি আর পায়েস
ঠামির হাতের তৈরি আসন মনটা আমার তাই রঙিন।


বাটিভরা পায়েস দিল কাঁসার থালায় অল্প ভাত
থালার পাশে চারটে বাটি দেখেই হাসি তৎক্ষণাৎ!
কেউ বসেনি একা আমি এক্কেবারে আজ স্পেশাল
কী খাব আর কী না খাব এদিক-ওদিক নাড়ছি হাত।


"""""""


ট্রায়োলেট : জন্মদিন


ব্রাহ্মণের জন্মদিন কেবল দু'বার
প্রতিটি প্রভাতে যেন হয় পুনর্জন্ম
বৃদ্ধি এক এক করে বয়স সবার
ব্রাহ্মণের জন্মদিন জীবনে দু'বার।
নতুনের আস্বাদন প্রত্যহ আমার
দিতে হবে স্থান এলে নতুন প্রজন্ম
ব্রাহ্মণের জন্মদিন কেবল দু'বার
প্রতিটি প্রভাতে যেন হয় পুনর্জন্ম


"""""""""


       জন্মদিনে পায়েস চুমা


জন্ম এই ভূমণ্ডলে জানি না কোথায়
    কে বা পিতা তাও জানা নেই
মা-ই জানে দিনক্ষণ পায়েস বানায়
         চুমা দেয় দুইটা গালেই।


মায়ের দু'চোখে স্বপ্ন দাঁড়াবে সন্তান
         একদিন হবে বিশ্বজয়ী
ভিক্ষাবৃত্তি করে চলে খাড়াই সোপান
        পরিশ্রমী আমিও প্রত্যয়ী।


© অজিত কুমার কর