আমার প্রণাম নিয়ো
অজিত কুমার কর


সেরা শিক্ষক জননী আমার তাই মা প্রথম গুরু
জঠরে থেকেও কত কী শিখেছি সেখানেই শুভ শুরু।
যতদিন মা'র সঙ্গ পেয়েছি শিখেছি অনেককিছু
'অসৎ সঙ্গ নিবি না কখনো করবি না মাথা নীচু'।


মা'র উপদেশ শিরা-ধমনীতে ভুলিনি এখনো আমি
কী কাজ করেছি কীভাবে চলছি জানে অন্তর্যামী।
জন্ম তারিখ জানি না মায়ের শুধাব এখন কাকে
তেমন বিজ্ঞ কেউ বেঁচে নেই বলে দেবে যে আমাকে।


জন্মদিনেই মৃত্যু মায়ের নিয়েছি এটাই মেনে
ক্ষমা করে দিও এই অবোধেরে পালন করি না-জেনে।
প্রতিটি মিনিট পল অনুপল তুমি তো রয়েছো পাশে
না হলে আমার হতো না কিছুই  আছো শ্বাস-প্রশ্বাসে।


আমার দুঃখ কেউ বোঝে না মা কেবল তুমিই বোঝো
চোখের আড়াল হয়েছে যখনি এখানে ওখানে খোঁজো।
নাড়ির কী টান ভুলিনি মা আমি জন্মাই ফের যদি
বৈভব নয় তোমাকেই চাই ভাবি আমি নিরবধি।


জানি না পূরণ হবে কি হবে না আমার ক্ষুদ্র আশা
বাংলার মাটি বাংলার জল বাংলা ভাষাই খাসা।
বাতাবিলেবুর ছোটো এক চারা উঠোনে লাগাতে দিও
যত অপরাধ ক্ষমা করে দিয়ে আমার প্রণাম নিয়ো।


© অজিত কুমার কর