অশান্ত মন শান্ত হ’লো ঘুরে পঞ্চধাম
ক্লান্তিটুকু মুছাল সেই আমার প্রিয় গ্রাম।
যতই ঘুরি এদিক-ওদিক আনন্দ পাই ঠিক
সে সবই তো ক্ষণস্থায়ী, বিজুরি চিকমিক।


একটু দূরে কংসাবতী সরসী তার জল
মাঠভরা ধান, ঝিঙেমাচা, চিচিংগা পটল।
ফিঙে টিয়া ময়না দোয়েল মাছরাঙা তিতির
উড়ে বেড়ায় সবুজ ক্ষেতে, নদীর গতি ধীর।


অভাব আছে, কষ্ট আছে, তাতেও কাটে বেশ
সহজ সরল গ্রাম্যজীবন, শান্ত পরিবেশ।
নদীর ধারে চড়ক ঘোরে চৈত্রের শেষ দিন
নববর্ষে রথের মেলা পুলক অন্তহীন।


শীতলা মা, শিবের দেউল, গা-ঘেঁসে ইস্কুল
বছর বছর শিবের গাজন আকর্ষণের মূল।
পাশাপাশি অশত্থ নিম তার তলাতে ভিড়
পল্লবিত ডালপালা সব শীতল সুনিবিড়।


কোথাও গেলে মন পড়ে না এমনই এর টান
এটাই যেন স্বর্গ আমার, প্রভুর অশেষ দান।