* চাঁদের অস্ত যাবার পরেই সূর্য ওঠে হেসে
  শিশু রবি জন্ম নিলেন জোড়াসাঁকোয় এসে।
                            আলোয় ভরে গেল
    আবির্ভাবেই বঙ্গভূমি প্রাণের পরশ পেল।


দিনেরবেলা সূর্যকিরণ রাতে চাঁদের আলো
নতুন রবি অষ্টপ্রহর জমতে দেয় না কালো।
                              সবাই স্মরণ করি
অকূল-সাগর ভয় কিছু নাই তৈরি রবি-তরি।


সারাবাংলা সারা ভারত এমন কী প্রতীচ্যে
জন্মদিবস পালিত হয়, পূরণ করে ইচ্ছে।
                               ছটার আগে উঠি
ফুলের মালা পরাই গলে বাড়ির ক'জন জুটি।


গান করেছি সমস্বরে যায় ভেসে বাতাসে
কবিতাও পাঠ করেছি বসে তোমার পাশে।
                        প্রণাম তোমায় কবি
সব প্রেরণার উৎস তুমি নয়তো শুধু ছবি।


এবার একটু অন্যরকম পরিবেশ থমথমে
   সারাবিশ্ব আতঙ্কিত, তাই ওঠেনি জমে।
                           তোমার কাছে ঋণী
তোমার নিয়ে তোমারে দিই, নক্ষত্র অশ্বিনী।