*              আমি স্বদেশিনী


বহু আগে থেকে কবি তোমায় আমি চিনি
কথায় সুরে বললে কেন ওগো বিদেশিনী?
                তুমি হলে বিশ্বকবি
               ধরার বুকে তুমি রবি
আমিও তো এই পৃথিবীর পাঠিয়েছেন তিনি।


   হাসছ তুমি হাসছি আমি দারুণ অনুভূতি
তোমার মুখমণ্ডল থেকে ছড়াচ্ছে বেশ দ্যুতি।
              প্রেরণা পাই গানের সুরে
              রইবে যখন অনেক দূরে
তোমায় আমি রাখব মনে হবে না বিচ্যুতি।


( রবীন্দ্রনাথ গান গাইছেন
আমি চিনি গো চিনি তোমারে ওগো বিদেশিনী---
আর হেলেন কেলার ওর অধর স্পর্শ করে কম্পন অনুভব করছেন)


##অজিত কুমার কর