আমি তোমার 'হঠাৎ দেখা' ভাগ্যবতী সেই মেয়ে
অসম্ভবের সাক্ষী তুমি বিস্ময়ে যায় চোখ ছেয়ে।
ওই আঁখিতে ছেয়ে আছি ফাঁকি দেওয়া খুব কঠিন
দুজনারই চোখে ছিল অতীত দিনের প্রেম রঙিন।


অমন করে কেউ বলেনি বিশেষণের ফুলঝুরি
তোমার চোখে আমি যেন স্বপ্নপুরীর এক হুরি।
চেয়েছিলেম ঢাকা দিতে চাঁপার মতো গায়ের রং
দালিম ফুলের মতো রাঙা কাঞ্জিভরম জবরজং।


কিছুই তুমি যাওনি ভুলে স্মরণশক্তি তোমার বেশ
লজ্জা পেতাম প্রশংসাতে হাসত আমার কাজল কেশ।
আড়াল করে রেখেছিলাম আঁচল দিয়ে আমার মুখ
সবকিছু তো যায় না ঢাকা প্রকাশ পেত দুঃখ সুখ।


তোমার মনেও দ্বিধা ছিল ডাকার পরে তাই এলে
শুধু একটু আঙুল নাড়া দুঃসাহসী, লাজ ফেলে।
কত কথা পড়ল মনে যায় না কভু সব ভোলা
ছোটখাটো তুচ্ছ ব্যাপার ক্ষণে ক্ষণে দেয় দোলা।


হারায় নাকো আড়ালে রয় অতীত দিনের সব কথা
এমন করে বলেনি কেউ প্রকাশ করে সব ব্যথা।
সত্যি তুমি মহানুভব জগৎ মাঝে তাই অতুল
স্বীকার তুমি করবে জানি এই ধারণা নয়কো ভুল।


আবার কবে দেখা হবে না কি এটাই শেষ দেখা
জানি শুধু আমরা দুজন কোথাও এসব নেই লেখা।
হারাবো না তুমি আমি রইবে অটুট এই বাঁধন
স্বর্গধামে সুখে থেকো এসব কথা থাক গোপন।