আমরা বাঙালি এটাই অহংকার
অজিত কুমার কর


বিষাদের সুর একুশের ভোর থেকে
সেদিনের ছবি ভেসে ওঠে স্মৃতিপটে
পলাশ শিমুল যেন খুব বেশি লাল
কেন যে এমন অঘটনগুলো ঘটে!


পদ্মা বরাক বয়ে চলে কলকল
লাল নয় জল লুকিয়ে রেখেছে বুকে
নাকি পাঠিয়েছে লবনাক্ত সাগরে
বলো-না আমায় আছো কী তোমরা সুখে?


আমি যে জননী কোথা গেল সন্তান
দিনের সূর্য সেদিন সাক্ষী ছিল
একফোঁটা জল পায়নি বিদায়কালে
বুক ফেটে যায় কবরে পাঠিয়ে দিল!


বাংলা পেয়েছে যথোচিত সম্মান
বাঙালির মুখে বাংলা ফোটে না আর
পরিচয় দিতে চায় না সহজে কেউ
আমরা বাঙালি এটাই অহংকার।


© অজিত কুমার কর