আঁকা আমায় কে শেখাবে
অজিত কুমার কর


আঁকতে তো চাই অমন ছবি পারছি আমি কই?
পারদর্শী নই
আমার আঁকার আগেই আঁকে সর্বদা ও তৈরি থাকে
সবিস্ময়ে দেখি আমি করি না হইচই
মৌন হয়ে রই।


কে যে ওকে শিখিয়েছে শুধাব তাঁর নাম
আমায় যদি শেখায় তবে পূরবে মনস্কাম
ওর কাছেও শিখতে পারি
হতেও পারে রাজি, হয় যদি গররাজি
তাহলে তো খুঁজতে হবে কোথায় পাব গুরু
গুরু ছাড়া আমার আঁকা কী করে হয় শুরু?


রং পেন্সিল খাতা নিয়ে চলে গেলাম কাছে
শিল্পী ব্যস্ত আছে
ক্ষণেক পরে মউ মাখানো হাসি উপহার
সত্যি চমৎকার!
আমার খাতায় এক আঁচড়ে উড়ন্ত ইগল
একটু রং আর জল
দেখে আমি বিমোহিত, এ তো আমার সাধ্যাতীত
তুলিকা সচল
প্রাণবন্ত ঝলমল উজ্জ্বল।


© অজিত কুমার কর