প্রথম আলাপ ক্ষণিকের কতটুকু মনে থাকে
সময় প্রবাহ ছুটে চলে দ্রুতবেগে ছুঁতে কাকে?
সম্মাননা ধরেছ দুহাতে সুধীর জ্ঞানতাপস
বুঝেছি সেদিন সভাগৃহে কতখানি তব যশ।


চব্বিশে মে বিদ্রোহী কবির পবিত্র জন্মজয়ন্তী
দাঁড়িয়ে রয়েছি তোমার সমীপে নয়নে প্রশান্তি।
সাদরে বলেছি সঙ্গে আছি, যদি লাগি কোনো কাজে
পিছু পিছু তাই তেতলাতে যাই, শক্তপোক্ত পা যে।


পাশাপাশি বসে কবিতাবাসরে কত গল্প কথা
স্নেহসুধামাখা তোমার পরশে প্রাপ্তির পূর্ণতা।
চির যুবা তুমি শিক্ষাব্রতী মহানুভব দরদি
শুচিস্নিগ্ধ জ্ঞানের  দীপিকা জ্বালিয়েছ নিরবধি।


লেখনী তোমার অতি সাবলীল সাহিত্য সৃষ্টিতে
প্রাণিত হলাম আমরা সকলে সংস্কৃতি কৃষ্টিতে।