আপন কর্মে আশা পূরণ
অজিত কুমার কর


যেসব আশা হয়নি পূরণ
হিসাব আছে তার,
পরিশ্রমে খামতি ছিল
তাই মেনেছি হার।


শাসাই আমি তাই নিজেকে
কর্মে হেলা নয়,
যা চেয়েছ পেতে গেলে
বিঘ্নকে নয় ভয়।


বাবুই কেমন বানায় বাসা
ঢোকে না তায় জল,
ওকে দেখেই শিখতে হবে
তবেই ভালো ফল।


প্রভাত হলে দিনের শুরু
সূর্য ডুবলে রাত,
প্রতি সেকেন্ড পল অনুপল
ব্যস্ত মগজ হাত।


দেখবে তখন ফুটবে হাসি
অপার তৃপ্তি সুখ,
আশাভঙ্গ হবে না আর
বিদায় নেবে দুখ।


© অজিত কুমার কর