কী বা ছিল অপরাধ কে দেবে জবাব
সবে তো বয়স দশ সরলা কিশোরী
ছলনা বুঝি না দেখে কত হিংস্র অরি
বিবেকবর্জিত নর কুটিল স্বভাব।
আমি তো একেলা নয় দিব্যা ও জৈনাব
লালসা-শিকার সবে কেমনে পাসরি
কোথা জিশু কোথা আল্লা কোথা তুমি হরি
অস্ফুট কুসুমকলি শুদ্ধসত্ত্ব ভাব।


শ্বাপদ নিমেষে মারে সেও ঢের ভালো
জীবনযন্ত্রণা নাই ওড়ে প্রাণপাখি
পলে পলে নির্যাতন নির্বাপিত আলো
বঞ্চিত হলাম আমি তমসায় আঁখি।
স্ত্রীধন বিহনে ধরা প্রাণীশূন্য হবে
শকুনের ঝটপটি তখনো কি রবে?