আরও পঙ্কজ চাই
অজিত কুমার কর


প্রস্ফুটিত একটি কমল
হৃদয় করে জয়,
এমন হাসি বিরল ধরায়
পাপড়িতে যা রয়।


রামানুজন, বাবাসাহেব
দেশের সেরা ধন,
বড় মাপের মানুষ, ওদের
ফুলের মতো মন।


মাতৃগর্ভে জন্ম সবার
রক্ত সবার লাল,
কর্ম দিয়ে প্রাজ্ঞ যারা
ফেরায় দেশের হাল।


পৃথিবীতে এমন মানুষ
খুঁজলে পাবে ঢের,
জগন্মাতার গর্ব তাঁরা
অজ্ঞ না-পায় টের।


মানবধর্ম এবং কর্ম
এ দুটোই তো সার,
কীবা বর্ণ, কোথায় জন্ম
বিচার্য নয় তাঁর।


© অজিত কুমার কর