আসা যাওয়া নিঃস্ব হয়ে
অজিত কুমার কর


লোক ঠকাতে সিদ্ধহস্ত
ফেলেনি কেউ জেনে,
ভদ্র জ্ঞানী গুণী বলেই
মানুষ ওকে চেনে।


কয়েক কোটি ঋণ নিয়েছে
ভুয়ো দলিল রেখে,
বিশাল বড় ব্যবসায়ী ও
লোন দিয়েছে দেখে।


কখন কবে দেশ ছেড়েছে
জানতে পারে পরে,
জটিল আইন, সহস্র প্যাঁচ
সাধ্য কী যে ধরে।


যদি হঠাৎ মৃত্যু ঘটে
নিঃস্ব হয়ে যাবে,
এত অর্থ, এত সম্পদ
শকুন চিলে খাবে।


সৎপথে আয় হোকনা অল্প
রইবে তাতে সুখে,
সাদাসিধে জীবনযাপন
ভয় র'বে না বুকে।


© অজিত কুমার কর