ক্যামেরাতে বাঁধা পড়ে নিজ অবয়ব
স্পর্শমাত্র ভেসে ওঠে আপন আকৃতি
মগজে গচ্ছিত রয় ক্ষণিক-অতিথি
বহিরঙ্গ খুঁটিনাটি অনন্য বৈভব।
আড়ালেই রয়ে যায় অন্তরের সব
কেমন কালিমালিপ্ত তাঁর পরিচিতি
সৌখিন পোশাক গায়ে মুখে রম্য গীতি
যেটুকু প্রকাশ সে তো মিথ্যা অনুভব।


সর্বশক্তিমান যিনি দেবেন খবর
মুখোশের অন্তরালে যায় না লুকোনো
শুদ্ধি তাই অগ্রভাগে কাটায় প্রহর
এমন জীবন আর পাবে না কখনো।
প্রকাশিত হোক ত্বরা মানবিক রূপ
অযথা চেঁচানো নয় লাগাও কলুপ।