লিমেরিক : পরকীয়া তখন চালু


বউটা যখন বেঁচেছিল তখন থেকেই পরকীয়া
খুব গোপনে চলত ওসব মুখে গামছা চাপা দিয়া।
দেরি হলেই রাত্রে শোকজ
ধুলো দেওয়া নয়কো সহজ
মরার পরেই সংখ্যা বৃদ্ধি করল না আর বিয়া মিঞা।


লিমেরিক : আদা আমআদা


সবার জন্য পৃথক বাসন রাখার তাকও আলাদা
ঘরের জন্য চা'য়ে আদা লোকের জন্য আমআদা!
লোক এলে চা ভাঙা কাপে
কর্তা কাঁপে স্ত্রীর প্রতাপে
মুখ খুললেই মুখঝামটা তিরস্কারও তাঁর বাঁধা।


লিমেরিক : হজমে গোলমাল


ভোজবাড়িতে বেদম খেয়ে হজমে গোলমাল
দু তিনটে ডাব খেলে তবেই ফিরবে আমার হাল।
খেয়েদেয়ে ঘুমিয়ে যাব
মুখেভাতে আবার খাব
ওটা তো আজ দুপুরবেলা, ফের আগামীকাল।


লিমেরিক : বাজার গরম


হুহু করে বেড়ে যায় জ্বালানির দাম
ছাগল টানবে গাড়ি নেই বিশ্রাম!
চাল-ডাল-তেল-নুন
দাউদাউ সে আগুন
বিপন্ন সারা দেশ শহর বা গ্রাম।


লিমেরিক : আকাশেও ফোটে খই


মুড়িমুড়কির মতো ওড়ে কত খই!
পাতালে জলদি যাও জোর হইচই।
ফেলছে রাশিয়া বোমা
কোনখানে লুকোবো মা
আঁচলেই চোখ ঢেকে আমি বেশ রই।


লিমেরিক : কালো ঢোকে ফর্সা বেরোয়


বসতে বলে রানি আমার পার্লারে যায় ধীরে
কুড়ি বছর বসেই আছি আর আসেনি ফিরে।
হোক প্রিয়তি বেজায় কালো
ঝকঝকে দাঁত জোগায় আলো
বোরোয় যারা ফর্সা সবাই গেল বাঁধন ছিঁড়ে।


লিমেরিক : মানুষের কামড়াকামড়ি


দাঁত আছে যার যার রেগে গেলে কামড়ায়
তা বলে কি কামড়ানো মানুষের শোভা পায়?
হতে‌ পারে রাগ ভারী
কামড়ানো হটকারী
লোকে ছিঃ ছিঃ করবেই মান যায় লজ্জায়।


লিমেরিক : শোধবোধ


এখন কামড় দেয় নয় শুধু কুকুরে
কামড়াকামড়ি করে রাজপথে দুপুরে।
মানুষের এত ক্রোধ
নিয়ে নিল প্রতিশোধ
হারিয়েছে শুভবোধ কামড়াল সে ঘুরে।


© অজিত কুমার কর