আভরণে উজ্জ্বল
অজিত কুমার কর


সাজিতে রয়েছে কত ফুল
কৃষ্ণচূড়া-শাল্মলি-কিংশুক
সযতনে সাজালেই মেলে
অনন্ত, অপরিমেয় সুখ।


ভাঙিনি বোধিবৃক্ষের শাখা
কুড়িয়েছি শুধু ঝরা ফুল
করুণা করেছে সমীরণ
পরিস্থিতি ছিল অনুকূল।


কুহু কুহু কোকিল যখন
ডাক দেয় প্রত্যহ প্রত্যুষে
আরক্তিম পুবের আকাশ
ডানা মেলি রঙিন ফানুসে।


অত্যাশ্চর্য কত কারুকাজ
অঙ্গজুড়ে ছিল ধুলোবালি
উজ্জ্বল মুকুতা ছিল দলে
আর ছিল হাসি ফালি ফালি।


এ সুযোগ কত দিন পাব
অন্তর্যামী তা-জানে কেবল  
বাগিচার দীন এক মালি
দেখি বিধুমুখী সমুজ্জ্বল।


© অজিত কুমার কর