ও সখী তুই আসবি কখন ফুরিয়ে যে যায় বেলা
কংসাবতীর তীরে গাছে কোয়েল পাশে কোয়েলা।
কুহু কুহু ডাকছে ওরা কাটছে সময় তুই বিনে
পাল তুলে যায় নৌকা কত স্রোতের টানে দক্ষিণে।


বাঁশির ধুন কি যায়নি শোনা বাতাসে সে ঢেউ তোলে
বারে বারে বলছে বাঁশি আয় প্রেয়সী আয় চলে।
শরম পাবার কীবা আছে আকাশ রাঙা গোধূলি
আপন নীড়ে ফিরল এখন দুইটা শালিখ বুলবুলি।


আর কতক্ষণ রইবো বসে মিলবে না কি আজ দেখা
সন্ধ্যাতারা মারছে উঁকি কপালে কি নাই লেখা!
আঁধার নামে নদীর বুকে আঁধার ঘনায় দুই চোখে
পায়ের শব্দ আমার চেনা বুঝতে পারি ঠিক তোকে।।


তোর আগমন আভাসে পাই গন্ধ বিলায় ফুল চাঁপা
কারও কি আর সাধ্য আছে ও’গন্ধকে দেয় চাপা।
তুই এলে এই বাঁশি নীরব রিনিক ঝিনিক কিঙ্কিণি
আঁধার রাতি মুখর তখন রুমুর ঝুমুর শিঞ্জিনী।