অবহেলিত


হাসির ভিতর পড়ল চোখে করুণ নিঃসঙ্গতা
পাতার ওপর মুক্তোদানায় রাতের জমাট ব্যথা
এদিক-ওদিক তাকায় ডাহুক  পায় না কোথাও খুঁজে
বিরহিণীর গোলাপ ঠোঁটে কঠিন নিরবতা।


রূপের দিয়া তাঁর দখলে ক্লান্তি চোখেমুখে
বিনিদ্র রাত গহিন আঁধার কাটছে সময় দুঃখে।
ভ্রমর কখন কোন কাননে মধুর লোভে ওড়ে
তিলোত্তমা পায় না সে খোঁজ তপ্ত লাভা বুকে।


#অজিত কুমার কর