অবরুদ্ধ দৃষ্টি
অজিত কুমার কর


ঘেরাটোপে প্রাণ করে আইঢাই
পালাতে চায় এ মন
জানালার কাচে ময়লা জমেছে
খোঁচা দেয় যৌবন।
ভেঙে দিলে সব ল্যাঠা চুকে যায়
যত বাধা খানখান
বৃষ্টির ছাট, শীত আটকায়
ওইটুকু অবদান।


এই পথ দিয়ে প্রত্যহ যাও
কুঞ্চিত কেশদাম
দৃষ্টিতে বাধ সাধে এই কাচ
ব্যাকুল মনস্কাম।
ছলক ছলক কলশির জল
উড়ে যায় যেন বক
আকাশের নীল চোখে ঝলমল
আঁখি দুটি অপলক।


কোপাই নদীর শীতল সলিলে
পানকৌড়ির ডুব
ও আমাকে ডাকে তুমি তো বলো না
তুমি কি ব্যস্ত খুব?
বাতায়ন-পাশে পড়ার টেবিল
ওদিকে ধানের খেত
কবিতার খাতা পেন মোবাইল
দিতে পার সংকেত।


ছাতিমতলায় ন'টার সময়
ঝুরুঝুর ঝরে ফুল
ঘাসের ওপর বসেছি দুজন
পরিবেশ অনুকূল।
পাখিরা এখন করে না কূজন
দুচোখে ওদের ঘুম
তুমি আর আমি বসে মুখোমুখি
চারি দিক নিজঝুম।